Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহঃ


 

সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ইউআরসি, বন্দর, নারায়ণগঞ্জ প্রতিশ্রুতিবদ্ধ। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য মানসম্মত শিক্ষকের বিকল্প নেই। মানসম্মত শিক্ষক তৈরীর লক্ষ্যে উপজেলা রিসোর্স সেন্টার, বন্দর, নারায়ণগঞ্জ ২০২১-২২ অর্থবছরে ৬০ জন শিক্ষককে বিষয় ভিত্তিক বিজ্ঞান (ডিউপার্ট) প্রশিক্ষণ ও ৯০ জন শিক্ষককে গণিত অলিম্পিয়াড প্রশিক্ষণ এবং ২০২২-২৩ অর্থবছরে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলাধীন ৬০ জন শিক্ষককে গণিত অলিম্পিয়াড প্রশিক্ষণ, ৬০ জন শিক্ষককে বিষয় ভিত্তিক বাংলা প্রশিক্ষণ, ৬০ জন শিক্ষককে বিষয় ভিত্তিক ইংরেজী (TMTE) প্রশিক্ষণ ২৪ জন নব যোগদানকৃত শিক্ষককে ইনডাকশন প্রশিক্ষণ এবং ১২০ জন শিক্ষককে শিক্ষার্থীদের অনলাইনে তথ্য সংগ্রহ,সফটওয়ার অপারেশন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান সহ বিদ্যালয়সমূহ প্রমাপ অনুযায়ী নিয়মিতভাবে একাডেমিক সুপারভিশন সম্পন্ন করা হয়েছে । Training Tracking Software এ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের তথ্য শতভাগ এন্ট্রি  সম্পন্ন করা হয়েছে । প্রমাপ অনুযায়ী নিয়মিতভাবে একাডেমিক সুপারভিশন সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে শ্রেণিওয়ারি বাংলা ও ইংরেজি লিখন ও পঠন দক্ষতা উন্নয়ন এবং গণিতের মৌলিক বিষয়সমূহসহ বাড়ির কাজ ও ধারাবাহিক মূল্যায়নে সহায়তা প্রদান করা হয়েছে। ইউআরসি সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে যাবতীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, বৃক্ষরোপন কর্মসূচী, বিদ্যালয় পর্যায় মা সমাবেশ, হোম ভিজিট, উঠান বৈঠক, শিশু বরণ উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন কার্যক্রম  সম্পন্ন করা হয়েছে।